ফের বাড়ছে আতঙ্ক, বাড়ছে করোনা সংক্রমণ! নয়া ভ্যারিয়ান্ট‘বিএফ.৭’-বাড়বাড়ন্ততে নড়েচড়ে বসেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশবাসীকে মাস্ক পরার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকেই মাস্ক পরার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
চিন-সহ বিশ্বের কয়েকটি দেশে যে ভাবে দাপট দেখাচ্ছে সংক্রমণ, তাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বৃহস্পতিবার আবার দেশবাসীকে মাস্ক পরার জন্য আহ্বান জানালেন মোদী।
Karnataka Covid rule: বন্ধ ঘরে মাস্ক বাধ্যতামূলক! করোনা আবহে নয়া নিয়ম কর্নাটকে
করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শও দিয়েছেন মোদী। জিনোম সিকোয়েন্সিংয়ে যাতে জোর দেওয়া হয়, রাজ্যগুলিকে সেই বার্তাও মোদী দিয়েছেন।আসন্ন উৎসবের মরসুমে যাতে সংক্রমণ না বাড়ে , তা মাথায় রেখে দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্র।