বাংলা জুড়ে চলছে করোনাভাইরাসের (Coronavirus) দাপট। কোভিডের (Covid-19) থাবা টলিউডেও (Tollywood)।
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) এবং শুভশ্রী (Subhashree)। তাঁরা নিজেদের বাড়িতেই নিভৃতবাসে আছেন। তবে তাঁদের ছেলে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি পরিচালক। প্রসঙ্গত, গত বছর এপ্রিলেই করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী।
সংবাদমাধ্যমকে রাজ জানিয়েছেন, ইউভানকে মিস করছেন, একা অন্য ঘরে রয়েছে ইউভান।
আরও পড়ুন: Covid-19: ভয়াবহ পরিস্থিতি! একদিনে দেশে সংক্রমণ বাড়ল ৫৫ শতাংশ
মঙ্গলবার রাতে টুইটারে টলিউডের পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক লেখেন, ‘শুভশ্রী এবং আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। বাড়িতেই নিভৃতবাসে আছি আমরা। সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’