মেয়াদ বাড়ল না কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Ganguly)। বিতর্কের মাঝেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguly)। বৃহস্পতিবার বিকাশ ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, নতুন পর্ষদ সভাপতির নাম।
শিক্ষক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা শুরু হওয়ার পর থেকেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আসে। নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই তাঁর মেয়াদ আর বাড়ানোর ঝুঁকি নেয়নি পর্ষদ। নতুন সভাপতির নাম ঘোষণা করে বিকাশ ভবন। জানা গিয়েছে, বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রামানুজ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: এবার রাজ্য পুলিশ আধিকারিকদের জন্য হবে নিজস্ব ফোরাম, ২০০ ক্যাডার নিয়োগের ঘোষণা
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক বার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরার জন্য তলব করে সিবিআই। হাজিরা না দেওয়ায় তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বৃহস্পতিবার সিবিআইয়ের ১১ জনের দল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানও রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা।