নতুন করে ভয় বাড়াচ্ছে করোনার চতুর্থ ঢেউ। (Fourth Wave) সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড (Long Covid)। ক্লান্তি, হালকা শ্বাসকষ্ট, মনোসংযোগের সমস্যা, নিদ্রাহীনতা, বুকে ব্যাথা, সিড়ি দিয়ে ওঠানামা করতে গেলে অসুবিধা, গাঁটের ব্যাথা, অবসাদ, মাঝে মাঝে জ্বর আসা, চোখ ও স্নায়ুর সমস্যা থেকে যাচ্ছে কোভিডমুক্ত হওয়ার পরেও। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে পোস্ট কোভিড ক্লিনিকে।
সংক্রমণ বাড়লেও অধিকাংশক্ষেত্রেই এবারের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হচ্ছে না। তবে এবার করোনা পরবর্তী শারীরিক জটিলতা বাড়তে শুরু করেছে। চিকিৎসকেরা বলছেন, কোভিড ভাইরাস ফুসফুসের মধ্যে দিয়ে শ্বাসনালীতে ঢুকে বিভিন্ন অঙ্গ বিকল করে দিচ্ছে। রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সেক্ষেত্রে সমস্যা জটিল হয়ে পড়ছে। প্রৌঢ়দের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।
করোনা পরবর্তী শারীরিক এই সমস্যাগুলির সমাধানে বেলেঘাটা আইডি হাসপাতালে শুরু হয়েছিল পোস্ট কোভিড ক্লিনিক। কর্তৃপক্ষের বক্তব্য, সম্প্রতি, নতুন করে সেখানে ভিড় ফের বাড়তে শুরু করেছে।