করোনামুক্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন তিনি। গত ৮ জানুয়ারি কোভিড পজিটিভ হয়েছিলেন ঋতুপর্ণা। আক্রান্ত হয়েছিলেন পরিবারের বাকিরাও। তিন দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর ইন্সটা পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। দ্বিতীয়বার সংক্রমণ থেকে তাড়াতাড়ি সেরে ওঠায় খুশি অভিনেত্রীর অনুরাগীরা। একদিন আগেই অভিনেতা সাংসদ দেবের করোনা মুক্ত হওয়ার খবর সামনে এসেছে।