চিন-সহ ৬ দেশ থেকে আগত যাত্রীদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া জানান, ১ জানুয়ারি থেকে বিমানযাত্রার আগে RT-PCR করাতে হবে। এয়ার সুবিধা পোর্টালে (Air Subidha Portal) সেই পরীক্ষার রিপোর্ট (Covid Report) আপলোড করতে হবে।
চিন ছাড়াও এই তালিকায় আছে দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, থাইল্যান্ডের ক্ষেত্রেও একই নিয়ম জারি করেছে কেন্দ্র।
আরও পড়ুন: দালাই লামার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ, বুদ্ধগয়া থেকে আটক চিনা মহিলা
কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কোভিড নিয়ে বড় পদক্ষেপ করা হতে পারে। গত ২ দিনে ৩৯ জন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই সতর্ক কেন্দ্র। বিমানযাত্রার আগে কোভিড পজিটিভ হলে, যাত্রা বাতিল করা হবে।