সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিভৃতবাসে রয়েছেন কোভিডে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবার তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য গলা খুসখুস ছাড়া সানার কোনও উপসর্গ নেই। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সানা (Sana Ganguly)।
মহারাজের স্ত্রী ডোনার (Dona Ganguly) কোভিড রিপোর্ট নেগেটিভ। সৌরভ কোভিডে আক্রান্ত হওয়ার সময় ডোনা এবং সানার কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল। পরে সানার রিপোর্ট পজিটিভ আসে।
গত সপ্তাহে হাসপাতাল থেকে সৌরভ বাড়ি আসার পর জানা যায় তিনি কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়ান্টে আক্রান্ত।