গোটা রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা(Coronavirus) সংক্রমণ। মূলত শহরের অভিজাত আবাসন, হাইরাইজ(Highrise) বিল্ডিংগুলিতেই করোনার(Coronavirus) দাপট বেশি বলে দেখা গেছে। বুধবার যোধপুর পার্ক(Jodhpur Park) ও লেক গার্ডেন্স(Lake Gardens) সংলগ্ন এলাকা জুড়ে চলে জীবাণুমুক্তকরণের(Sanitization) কাজ। এলাকার পৌর প্রতিনিধি মৌসুমী দাস নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টির তদারকি করেন।
পৌর প্রতিনিধি(Councillor) জানান, তিন থেকে চারটি গাড়ির মাধ্যমে জীবাণুনাশক(Sanitizer) ছড়ানো হয় বিভিন্ন হাইরাইজ বিল্ডিংগুলিতে। তার পাশাপাশি গোটা এলাকার বিভিন্ন অলিগলি, বড় রাস্তা(Main Road) ধরে ধরে চলে জীবনমুক্তকরণের(Santization) কাজ। আগামীতেও এই জীবাণুমুক্তকরণের কাজ চলবে বলে জানিয়েছেন ওই এলাকার পৌর প্রতিনিধি(Councillor) মৌসুমী দাস।
আরও পড়ুন- Saurav Ganguly: ফের শুরু সৌরভের দাদাগিরি! করোনামুক্ত মহারাজ
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম(Farhad Hakim) সাংবাদিক বৈঠকে জানান, বস্তি এলাকাগুলির থেকেও করোনা(Coronavirus) সংক্রমণ বেশি ছড়াচ্ছে অভিজাত আবাসনগুলিতে। মূলত লিফটের(Lift) মাধ্যমে এই কোভিড(Covid-19) সংক্রমণ ছড়াচ্ছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।