নাকে স্প্রে করার কোভিড টিকা(Covid Vaccine) হিসেবে ছাড়। বিশ্বজুড়ে ছাড় পেল রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক ভি-র(Sputnik V) ‘নেজাল ডোজ’। নয়া আতঙ্ক ওমিক্রনের(Omicron) বিরুদ্ধে এই ‘নেজাল ডোজ’ বিশেষ কার্যকর বলেই দাবি করেছেন নির্মাতারা।
শুক্রবার রাতে স্পুটনিক ভি-এর(Sputnik V) তরফে ‘নেজাল ডোজ’-এর ছাড়পত্র পাওয়ার কথা জানানো হয়। গত জানুয়ারিতে সংস্থাটি জানায়, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই ‘নেজাল ডোজ’ রাশিয়ার সর্বসাধারণের(Common people of Russia) নাগালে পৌঁছে যাবে।
আরও পড়ুন - India Covid Update : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৩,০১৩, মৃত্যু হয়েছে ৮১ জনের
জানা গেছে, এই টিকা ওমিক্রনের(Vaccine against Omicron) বিরুদ্ধেও উপযোগী বলে জানিয়েছে নির্মাতা ‘দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিয়োলজি’। গবেষণায় প্রমাণ মিলেছে, স্পুটনিক ভি-র ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। ফলে এই ‘নেজাল ডোজ’ ওমিক্রনের(Omicron) বিরুদ্ধেও কার্যকর হবে, তা একপ্রকার নিশ্চিত।