ফের ওমিক্রনের (Omicron's new variant) আরও একটি ভ্যারিয়ান্ট নিয়ে তৈরি হল আতঙ্ক। বিশেষ করে এশিয়া ও ইউরোপের দেশগুলিতে ফের বাড়ছে কোভিড।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় (Covid in South Korea) একদিনে ৬ লক্ষেরও বেশি কোভিড কেস ধরা পড়েছে। অন্যদিকে জানা গিয়েছে, চিনেও গত ২ বছরের মধ্যে খারাপতম করোনার প্রাদুর্ভাব হয়েছে ওমিক্রনের এই নতুন ভ্যারিয়ান্ট 'স্টেলথ ওমিক্রন'-এর (Stealth Omicron)প্রভাবে।
আরও পড়ুন: দোলের দিন বাঘের দেখা পেয়ে খুশি পর্যটকরা, মনের সুখে তুললেন দেদার ছবি
সম্প্রতি, আমেরিকার একটি সংস্থার গবেষণার রিপোর্ট থেকে জানা গিয়েছে, করোনার প্রাদুর্ভাব ইংল্যান্ডে কমে গেলেও 'স্টেলথ ওমিক্রন' (Stealth Omicron) তার ডানা ক্রমশ বড় করছে ওই দেশে। ওই দেশে বর্তমানে কোভিড-আক্রান্তের (Covid affected) এক-চতুর্থাংশ মানুষের শরীরে স্টেলথ ওমিক্রন (Stealth Omicron) রয়েছে।
জানা গিয়েছে, 'স্টেলথ ওমিক্রন' (Stealth Omicron) তার জনক ওমিক্রনের (Omicron) মতই অতি দ্রুত ছড়ায়। হু (WHO) জানিয়েছে, এর প্রভাবে শরীরে শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা, কাশি এবং প্রবল সর্দির উপসর্গ দেখা যায়।