দেশের কোভিডগ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় গত দু’বছর ধরে যে সমস্ত কোভিডবিধি জারি ছিল, আগামী ৩১ মার্চ সব (Covid restriction) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুধু মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মানার বিষয়টি আগের মতোই বহাল থাকছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেন, “কোভিড সংক্রান্ত যে সব বিধিনিষেধ ৩১ মার্চ বহাল রয়েছে, নতুন করে আর কোনও নির্দেশ জারি করা হবে না। তবে মাস্ক (Mask), হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের (Social Distancing) মতো বিষয়গুলি বহাল থাকবে। একই সঙ্গে পরিস্থিতি কখন কোন দিকে মোড় নিচ্ছে সে বিষয়েও জনসাধারণকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর ২০২০-র ২৪ মার্চ কোভিডবিধি সংক্রান্ত প্রথম নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পর সময়ে সময়ে সেই নির্দেশিকা বদলানো হয়েছে, নতুন বিধি (Covid Restriction) জারি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার দেশে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। সংক্রমণের হার ০.২৬ শতাংশ।