চিন-আমেরিকা সহ সারা বিশ্বেই ফের মাথাচাড়া দিচ্ছে অতিমারী। তবে এবার কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতি মোকাবিলায় লকডাউন জারি করতে হবে না বলে জানাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)।
আইএমএ-র সদস্য ডা. অনিল গোয়েল জানিয়েছেন, কোভিড-১৯ (Covid-19) মোকাবিলায় মডেল কোড অফ কন্ডাক্ট অনুসরণ করতে হবে। জনবহুল স্থানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান এবং জল বা স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়া অর্থাত এর আগে আদর্শ কোভিড বিধি হিসেবে যা চিহ্নিত করা হয়েছিল, তা ফিরিয়ে আনতে হবে। এছাড়া অনেক মানুষের জনসমাগম এবং আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইএমএ।
Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে করোনাকে, অভিযোগ রাহুল গান্ধীর
এছাড়া উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং টিকা নেওয়া না থাকলে অবিলম্বে কোভিড টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।