চিনে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে এবার সে দেশ থেকে আসা পর্যটকদের নিয়ে কড়া পদক্ষেপ নিল ভারত(India Covid Update)। সংক্রমণ ছড়ানো বন্ধ করতে পর্যটকদের জন্য করোনা নেগেটিভের রিপোর্ট বাধ্যতামূলক হয়েছে। চিন-জাপান সহ এশিয়ার কয়েকটি দেশ থেকে ভারতে আসা পর্যটকদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার(Covid Test Report) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। অথবা সেই পর্যটক গত ৩ মাসের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার রিপোর্ট দেখালে ভারতে প্রবেশের ছাড়পত্র মিলবে।
করোনা আটকাতে পিছিয়ে নেই অন্যান্য দেশও। আমেরিকায়(America on China Covid) আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চিন থেকে আগত পর্যটকদের যাত্রা শুরুর দু’দিন আগে করা করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। চিনের পাশাপাশি হংকং-ম্যাকাও(Hong Cong Covid Update) থেকে আসা যাত্রীদের জন্য এই বিধি কার্যকর করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে চিন থেকে ফ্রান্সে(France on China Covid) প্রবেশ করার ক্ষেত্রেও লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। তবে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে করানো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টকেও মান্যতা দেবে ফ্রান্স প্রশাসন(France Govt on Covid)। ঠিক তেমনিভাবেই চিন থেকে ইতালি ও স্পেনে প্রবেশ করতে গেলে দেখাতে হবে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।
পাশাপাশি, অস্ট্রেলিয়া-কানাডা-জাপান-ইজরায়েল সরকারও(World Covid Update) চিন থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে। তবে কোনওভাবেই দেশে চিন(China Covid Update) থেকে আসা নাগরিকদের প্রবেশে ছাড়পত্র দেয়নি মরক্কো। উত্তর আফ্রিকার এই দেশে আগামী ৩ জানুয়ারি থেকে চিন থেকে আসা কোনও পর্যযটককেই প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে মরক্কো সরকার(Morocco Govt. on Covid)।