রাজ্য নির্বাচন কমিশনের করোনা সংক্রান্ত বিধিনিষেধ এবং নির্দেশিকা অমান্য করে ভোটপ্রচারের অভিযোগ উঠল বিধাননগর পুরসভার (Bidhannagar) ১৭ নম্বর ওয়ার্ডের শাসকদল তৃণমূলের প্রার্থী আশুতোষ নন্দীর বিরুদ্ধে।
স্বামী বিবেকানন্দের ১৫৮ তম আবির্ভাব দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন তিনি। ঢাকি, রনপা সহ তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন কেষ্ট পুর প্রফুল্ল কানন বাগুইহাটি দেশবন্ধু নগর অঞ্চল জুড়ে।
প্রার্থী আশুতোষ নন্দীর মুখে মাস্ক থাকলেও, তৃণমূল কর্মী সমর্থকদের অনেকের মুখেই তা ছিল না। যেখানে রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে কোনরকম জমায়েত বা কোনরকম শোভাযাত্রা নিষিদ্ধ সেক্ষেত্রে কী ভাবে প্রচার করলেন তৃণমূল প্রার্থী, প্রশ্ন বিরোধীদের।
আরও পড়ুন: Swastika Mukherjee: 'যমের অরুচি' তালিকায় নেই স্বস্তিকা মুখোপাধ্যায়, করোনা আক্রান্ত অভিনেত্রী
প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর সঙ্গে গুটিকয়েক মানুষ ভোট প্রচারে বেরিয়েছেন। ঢাক বাজিয়ে করোনার বিপদ সম্পর্কে সতর্ক করা হচ্ছে