১৬ দিনে ১৪ বার বাড়ল জ্বালানির দাম। পেট্রোলের দাম অনেক আগেই ১০০ ছাড়িয়েছিল। আজ ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁল। জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল। সেঞ্চুরির উদযাপন হবে না?
জয়পুর পেট্রোল পাম্পে ব্যট বল খেলে অভিনব প্রতিবাদ তৃনমূলের। ক্রেতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাখা হল শ্লেষ মিশ্রিত প্রতিবাদ।
ডিজেল পেট্রল কিনতে আসা ক্রেতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে কটাক্ষ করে তৃনমূল সভাপতির দাবি, এইভাবেই মানুষ কে মেরে কেন্দ্র সরকার পেট্রল ডিজেলের দাম বাড়িয়ে চলুক।
শিরোনামটা একই থাকে। সংখ্যাগুলো পালটে পালটে যায়। দেশে ইতিমধ্যেই সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রলের দাম । লিটারে ৮৪ পয়সা বেড়ে । লিটারকলকাতায় পেট্রলের (Petrol Price in Kolkata) দাম হয়েছে ১১৫ টাকা ১২ পয়সা । অন্যদিকে, ৮১ পয়সা বেড়েছে ডিজেলের (Diesel Price in Kolkata) দাম প্রতি ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা । গত ১৬ দিনে পেট্রলের দাম বাড়ল লিটারে ১০ টাকা ৪৫ পয়সা । ডিজেলের দাম বেড়েছে ১০ টাকা ৪ পয়সা ।
ইতিমধ্যে পেট্রোলের দামের পুরনো সব রেকর্ড ভেঙে রোজ নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দেশে তেলের দাম ক্রমাগত বাড়া নিয়ে রীতিমত উদবিগ্ন অর্থনীতিবিদদের একাংশ। রাশিয়া ইউক্রেনের ওপর সামরিক অভিযান ঘোষণার এক মাস পর্যন্ত জ্বালানির দাম বাড়েনি। অথচ পাঁচ রাজ্যে ভোট মিটতেই কেন লাগাম ছাড়া হারে জ্বলানির মূল্যবৃদ্ধি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও এ দেশে তার কোনও প্রতিফলন কেন নেই, তাও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
জ্বালানির ক্রমাগত দাম বাড়ার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যেরও মূল্যবৃদ্ধি আটকে রাখা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত।
তেল, চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Market Price Increased) অনেকটাই বেড়েছে । দাম বেড়েছে শাক-সবজি, মাছ, মাংসেরও ।
খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা । সরষের তেল লিটার প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা । অন্যদিকে, সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে । এইসব তেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা ।
কাটা মুরগির মাংসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা । মাছ কিনতে গেলেও দুবার ভাবতে হচ্ছে বাঙালি মধ্যবিত্তদের ।
ইতিমধ্যে জ্বালানির দাম বাড়ার ফলে ট্রিপ পিছু ১২ % ভাড়া বাড়িয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবর।
ইতিমধ্যে একটি সংবাদমাধ্যমের দাবি, জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই দূরপাল্লার ট্রেনের টিকিটে দাম বাড়ানোর কথা ভাবছে ভারতীয় রেল (Indian Rail)।
সূত্রের দাবি, মূলত ডিজেল ইঞ্জিনে যে সব দূরপাল্লা ট্রেন এখনও চলে তাদের ক্ষেত্রেই এই ভাড়া বাড়ানোর কথা ভাবছে রেল বোর্ড। ওই সূত্রের আরও দাবি, হাইড্রোকার্বন (hydro-carbon) শুক্ল (surcharge) হিসাবে ১০ থেকে ৫০ টাকা বা ডিজেল কর (diesel tax) হিসাবে টিকিটের দাম বাড়ানোর কথা ভাবা হচ্ছে।