টলিউডেও এবার করোনার (Coronavirus) থানা। মারণ ভাইরাসে আক্রান্ত হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukharji)। টুইট করে নিজেই একথা জানিয়েছেন পরিচালক।
শনিবার টুইট করে সৃজিত জানালেন, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
তবে সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। সৃজিত জানিয়েছেন, তাঁর স্ত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত নিভৃতবাসে রয়েছেন সেই বাড়িতেই।
করোনায় আক্রান্ত হয়েছেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ও। তিনি টুইটারে লিখলেন, 'কোভিড আক্রান্ত হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে আমার। শরীর আপাতত ঠিকই আছে। নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের কথা মেনে চলছি। স্বাস্থ্যবিধি মেনে পদক্ষেপ করছি।'