একেই বোধহয় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! টোমাটোর আকাশ ছোঁয়া দামে মধ্যবিত্তের কপালে হাত। এদিকে এক মাসে রাতারাতি কোটীপতি হলেন পুনের এক চাষি।
তুকারাম ভাগোজি গায়কার। পুনের নারায়ণগঞ্জে ১২ একর জমিতে টোম্যাটো ফলিয়েছিলেন তিনি। ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টোম্যাটো বিক্রি করে কোটিপতি হলেন তুকারাম এবং তাঁর পরিবার।
McDonald's-Tomato: হাত পুড়ছে দামে, ম্যাকডোনাল্ডসের খাবার থেকে বাদ পড়ছে টোম্যাটো
এই সময়ের মধ্যে তাঁর ৩ লক্ষ ৬০ হাজার কেজি টোম্যাটো বিক্রি হয়েছে, দাম পেয়েছেন তিন কোটিরও বেশি। ১১ জুন টোম্যাটোর দাম ছিল কেজি প্রতি ৩৭ থেকে ৩৮ টাকা। ১৮ জুলাই দাম বেড়ে হয়েছে ১১০ টাকা/কেজি।