একলাফে পাঁচজনের শরীরে মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।
সম্প্রতি বিদেশ ফেরত-সহ মোট ছ’জনের নমুনা পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। ছ’জনের মধ্যে পাঁচজনই ওমিক্রন পজিটিভ। তাঁদের মধ্যে রয়েছে এক শিশু। কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা ওই শিশুটি মুকুন্দপুরের একটি হাসপাতালে ভরতি সে। ওমিক্রন আক্রান্তদের তালিকায় রয়েছেন হাতিবাগানের বাসিন্দা ২৪ বছরের এক যুবক। কলকাতার হাসপাতালে ভরতি ওই যুবক। এই পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে রয়েছেন কৈখালির এক ব্যক্তি ও শ্যামবাজারের এক মহিলা। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তরা সকলেই মৃদু উপসর্গযুক্ত।
বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা একদিনে বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১২৮।
রাজ্যে প্রথম ওমিক্রনের হদিশ মিলেছিল হায়দরাবাদ থেকে আসা এক সাত বছরের শিশুর শরীরে। ব্রিটেনে ওমিক্রন পরিস্থিতি নজরে রেখেই কলকাতায় ব্রিটেন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন।