একটু দেরি করা অর্থ বিপদ আবার ঘরে ডেকে আনা। কারণ, শিহরে অপেক্ষা করছে চতুর্থ ঢেউ। তারউপর ফের দিল্লি, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের প্রায় সবকটি রাজ্যে চোখ রাঙিয়েই চলেছে করোনা। এই পরিস্থিতি দেশে ছয় থেকে ১২ বছরের শিশুদের করোনার হাত থেকে বাঁচাতে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (ডিসিজিআই) জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে কবে থেকে চালু হবে টিকা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কেন্দ্র কিছু জানায়নি।
ওমিক্রম ও এক্সই প্রজাতির দাপটে চিন-সহ বেশ কিছু দেশে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতেও তার প্রভাব পড়ছে। বিশেষ করে রাজধানী দিল্লি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে শিশুদের করোনা ঠেকাতে আরও বেশি করে উদ্যোগ নেওয়া হল। কারণ কেন্দ্রের কার্যত ঘোষিত নীতিই হল, পরিস্থিতি যাই হোক না কেন, আর কিছু বন্ধ করা যাবে না। বিশেষকরে প্রায় দু বছর পর স্কুল খুলেছে। তাই ছয় থেকে ১২ বছরের শিশুদের টিকাকরণ শুরু হলে খানিকটা স্বস্তি মিলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও কেন্দ্রের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়িয়ে এখনও রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।