ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড সংক্রমণ (Covid Affection)। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ৮৫ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি। রাজ্যে নতুন করে কোনও মৃত্যু (Covid Deaths) হয়নি। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৮৩২ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৮ জন। দৈনিক সংক্রমণের হার ১.০৭ শতাংশ। মোট সুস্থ হয়ে ফিরেছেন ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮ জন। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ২১,২০৫।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ৭,৯৫৬ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৪২ হাজার ৬৬৮ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩০ লক্ষ ৪০ হাজার ৪৯ জন।