রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19) ১৮২২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। শনিবারই ১৫০০-এর গণ্ডি পেরিয়েছিল সংক্রমণ। একধাক্কায় ফের বাড়ল রাজ্যে আক্রান্তের সংখ্যা। চিন্তা বাড়িয়ে দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) ১৪.১০ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫২৬ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডের নমুনা পরীক্ষা করিয়েছেন ১২,৯২১ জন। কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ১০,২৭৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩০৪ জন।
আরও পড়ুন: ভ্যাকসিনে অনীহা রাজ্যবাসীর, স্বাস্থ্য দফতরের রিপোর্ট চিন্তা বাড়াচ্ছে
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৪০,৫৮৫ জন। এখনও পর্যন্ত মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩৮ লক্ষ ২৫ হাজার ১৫৪ জন।