রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২১০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৩ জন। রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩১৪ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৭ হাজার ২৬০ জন। মোট মৃত্যু ২১ হাজার ৪৬৮ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ২.২৯ শতাংশ। নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ৯,১৮৪ জন। হোম আইসোলেশনে আছেন ২,৩৪১ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ জন।
আরও পড়ুন: বিমান ভাড়ায় বড়োসড়ো রদবদল, এবার টিকিটের দাম ঠিক করবে উড়ান সংস্থাগুলিই
রাজ্যে গত ২৪ ঘন্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৯৭ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ১ কোটি ৩৭ লক্ষ ৭২ হাজার ৬৩৯ জন।