রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩০৮ জন। রাজ্যে নতুন করে কোভিডে প্রাণ হারিয়েছেন ১ জন। একদিনে নতুন করে সংক্রমণের সংখ্যা বেড়েছে ৫৪ জন। তবে পুজোর আগে কোভিড সংক্রমণকে লাগাম পরাতে বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৮,৩৪৭ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১.৮৪ শতাংশ। দৈনিক মৃত্যুর হার ১.০২ শতাংশ। হোম আইসোলেশনে আছেন ২,৪৪৪ জন। হাসপাতালে আছেন ১১৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
আরও পড়ুন: নয়ডার টুইন টাওয়ার থেকে শিক্ষা, বেআইনি নির্মাণ ধরতে ওয়ার্ড ভিত্তিক নজরদারি করবে পুরসভা
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৭১৮ জন। এখনও পর্যন্ত প্রিকশন ডোজ নিয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৫১ হাজার ৪৩৩ জন।