ফের ঊর্ধ্বমুখী রাজ্যে কোভিড গ্রাফ (Covid 19)। রাজ্য নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) ১৬.২৪ শতাংশ। এর মধ্যে কলকাতায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে ৮২৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৭১৭।
মঙ্গলবার রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিল ১৯৭৩ জনের। একদিনে অনেকটাই বেড়েছে সংক্রমণ। কলকাতার পর আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা। কোভিডে এই জেলায় আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। নতুন করে কোভিড উদ্বেগ ফের চিন্তা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। আগের মতোই কোভিড বিধি মানার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: দেশে ফের কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬,১৫৯, মৃত ২৮
বুধবার স্বাস্থ্যভবন প্রত্যেক জেলায় কোভিড নিয়ে পরিকাঠামোর খোঁজ নেয়। হাসপাতালগুলিতে অক্সিজেন, ওষুধ মজুত আছে কিনা, তা জানা হয়েছে। স্বাস্থ্য দফতর চাইছে, জেলাগুলিতে সেফ হোম ও বেডসংখ্যা যাতে বাড়ানো হয়। বুধবার রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করে এমনই বার্তা দেওয়া হয়েছে। সঙ্গে টিকাকরণে জোর দেওয়ার পথেও হাঁটছে রাজ্য।