রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১১৩২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও মৃত্যু হয়নি। রবিবারে থেকে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। তবে রাজ্যে দৈনিক সংক্রমণ ১৫.১২ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭ জন। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২০ লক্ষ ৩ হাজার ২৫৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ। সংক্রমণের নিরিখে অনেকটাই এগিয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৪২ জন। উত্তর ২৪ পরগণায় নতুন করে আক্রান্ত ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৫৭৬ জন।
আরও পড়ুন: বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্য়া, খানিকটা স্বস্তি দৈনিক সংক্রমণে
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৭,৪৭৮ জন। হোম আইসোলেশনে আছেন ১০,৬৯৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪৪৫ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৫,০৮৩ জন। মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩৮ লক্ষ ৩৬ হাজার ৪৪ জন।