রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৬৪১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু (Covid Death) হয়েছে ২৯ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৬৮৬৪। সুস্থতার হার ৯৮.১২ শতাংশ।
কলকাতায় নতুন করে আক্রান্ত হলেন ৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান ও জলপাইগুড়ি জেলায় ৪ জন করে কোভিডে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১, ১৬, ০৭৩ জন, মৃত্যু হয়েছে ৮৯৫ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ২৪,৭৮৬ জন। ভ্যাকসিন নিয়েছেন ২১,৬৪৬ জন।