উৎসবের আবহের মধ্যেই রাজ্যে লাফিয়ে বেড়ে চলেছে কোভিড সংক্রমণ (Covid 19)। তার সঙ্গেই দোসর হিসেবে রয়েছে ওমিক্রনও (Omicron)।
ইতিমধ্যেই কোভিডের এই নতুন ভ্যারিয়ান্টটির দ্বারা আক্রান্ত হয়েছেন এমন অনেক মানুষ, যাঁরা বিদেশ যাত্রা করেননি। উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারাও। তৃতীয় ঢেউ আছড়ে পড়লে কীভাবে তার মোকাবিলা করা যাবে, তাই নিয়েই এখন মাথাব্যথা তাঁদের।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের (Second wave) সময় দৈনিক সংক্রমণের পরিমাণ এই রাজ্যে ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে তা হাজারের নিচে নামে। ডিসেম্বরে কমতে কমতে তা ৫০০-তে নেমে এসেছিল। আচমকাই বুধবার তা ১১০০-র কাছাকাছি পৌঁছে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।
রাজ্যে এখনও পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১১। আগামী কয়েক দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কতটা বাড়তে পারে তা নিয়েও আলোচনা চালিয়েছেন উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা। সেই সঙ্গে কলকাতা-সহ জেলাতেও করোনা-পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।