রাজ্যে (West Bengal) নতুন করে করোনা আক্রান্ত (Covid 19) হলেন ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের। সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা ৭৪৫৭। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৭২১ জন।
কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০২ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। একজন করে মৃত্যু হয়েছে হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরও পড়ুন: ৬০০-র গণ্ডি ছাড়াল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে কোভিডে আক্রান্ত ৬,৩৫৮
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৩২,০১৬ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৫ লক্ষ ১০ হাজার ৫৪৩ জন।