চিনে(China Covid Update) নতুন করে করোনার বাড়বাড়ন্তে প্রমাদ গুণছে রাজ্য তথা দেশ। এই পরিস্থিতিতেই এবার রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই চিঠিতে জিনোম সিকোয়েন্সিংয়ের উপর জোর দিতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রথম ধাপে রাজ্যে ৩৭১৮টি কোভিড বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে নবান্ন(Nabanna on Covid)। রাজ্যের প্রায় ২৬ শতাংশ মানুষ এখনও বুস্টার ডোজ(Booster Dose) নেননি। তাঁদের অবিলম্বে বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ করেছে নবান্ন। অক্সিজেন কনসেনট্রেটরের পর্যাপ্ত ব্যবস্থাও রাখতে হবে হাসপাতালগুলিতে(West Bengal Hospitals)। যেসব রোগীদের শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যা রয়েছে, তাঁদের উপর বিশেষভাবে নজর দিতে হবে। এর পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে বিমানবন্দরে(Kolkata Airport) নজরদারি আরও বাড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে এদিনের নবান্নের বৈঠকে। পাশাপাশি, হাসপাতালগুলিকে করোনা পরীক্ষার সমস্ত কিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) নির্দেশ পেতেই পরিস্থিতির উপর নজর রাখতে স্বাস্থ্যসচিবের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে। বুধবার করোনা পরিস্থিতি সামলাতে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Dwivedi)। ওই ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয় জেলাগুলিকে।
আরও পড়ুন- Covid 19 Vaccine : টিকাকরণে জোর, কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিনই নেই বাংলায়, নবান্নকে চিঠি স্বাস্থ্যভবনের
অন্যদিকে, মঙ্গলবার ২২৭ জন করোনায়(India Covid Update) আক্রান্ত হলেও বুধবার সেই সংখ্যাটা কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় কেরালায় মারা গিয়েছেন ১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৪৫৯। দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৬।