রাজ্যেফের ক্রমশ বাড়ছে করোনা-সংক্রমণ। (covid19)। সরকারি তথ্য় অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় এ রাজ্যে নতুন কোভিড পজিটিভের (Coronavirus Updates) সংখ্য়া ২৯৫, মারা গিয়েছেন ২ জন। পজিটিভিটি রেট ৪.৮৫ শতাংশ। পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমহলে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার যে তথ্য দিয়েছে, তাতে শেষ চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড-পজিটিভিটি রেট ছিল ৩.৯৪ শতাংশ। অর্থাৎ সারা দেশের গড় পজিটিভিটি রেটের চেয়ে বাংলায় পজিটিভিটি রেট বেশি।
Maharashtra Crisis: সরকারি বাসভবন ছেড়ে পৈতৃক ভিটেয় উদ্ধব, মহারাষ্ট্রে পালাবদলের জোর জল্পনা
দৈনিক সংক্রমণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এর মধ্যে নতুন ভ্যারিয়্য়ান্ট, ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির খোঁজও মিলেছে বাংলায়। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, রাজ্যে চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে যে কোনও সময়ে।
কিন্তু সংক্রমণ দিনদিন বাড়ার পরেও কোভিড-বিধি (covid19 protocol) মানার কোনও লক্ষণই নেই শহরবাসীর মধ্যে। মাস্ক পড়া, স্যানিটাইজারের ব্যবহারও ক্রমশ কমছে।