মারণ ভাইরাস করোনাকে (Coronavirus) হারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলা (West Bengal)। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, এদিনও রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য৷ অর্থাৎ টানা চারদিন ধরে করোনায় মৃত্যু শূন্য বঙ্গে।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০২ জন নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগনা। দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় কোভিড (COVID-19) পজিটিভ ১৮ জন।
আরও পড়ুন: India Covid Update : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৫ হাজার ৯২১, মৃত ২৮৯
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৩,২৭২। তার মধ্যে ০.৪৪ % রিপোর্ট পজিটিভ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭০৩।