রাজ্যে (West Bengal) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১০৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড (Covid 19) থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ৫৭০ জন।
রাজ্যে সংক্রমণ গত কয়েকদিন ধরেই নিম্নমুখী। মাঝে কয়েকদিন কোভিডে রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে ফের কোভিডে মৃত্যুর খবর সামনে আসছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ২২,১৯৪ জন।
আরও পড়ুন: দেশে ফের বাড়ছে করোনা, একদিনে মারণ ভাইরাসের বলি ২৫৫ জন
গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৮৪,৭০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে প্রিকশন ডোজ নিয়েছেন মোট ১৬ লক্ষ ৮২ হাজার ৭৩৭ জন।