রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) কোভিডে কোনও মৃত্যু (Covid Death) হয়নি। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
দেশজুড়ে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। কেরালা ও তেলাঙ্গানায় ২জনের শরীরে ধরা পড়েছে কোভিডের নয়া প্রজাতির ভাইরাস। তাই রাজ্যগুলিকে ফের সতর্ক করছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ৯৪৮৭ জন। রাজ্যে সংক্রমণের হার ০.৪৪ শতাংশ।
আরও পড়ুন: কমছে অ্যাকটিভ কেস, বাংলায় কোভিড আক্রান্ত ২৫
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৫৮,৯৫৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট প্রিকশন ডোজ নিয়েছেন ২৮ লক্ষ ১৭ হাজার ৫৬১ জন।