টানা দুদিন রাজ্যে কোভিডে মৃত্যুর (Covid 19 Death) সংখ্যা শূন্য। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Covid Patient) সংখ্যা ১৭৭৬। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২৪। হাওড়া ও বাঁকুড়ায় ১০জন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ২৫,৫৬২ জন। রাজ্যে একদিনে ভ্যাকসিন নিয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪২৫ জন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬১ জন, মৃত্যু ১৪২ জনের
কানপুর আইআইটির গবেষকদের দাবি, আগামী জুন মাসে দেশে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ। তবে দেশের অধিকাংশ নাগরিকের টিকাকরণ প্রায় শেষ। ১৮ বছরের কম বয়সিদেরও এবার টিকাকরণ শুরু হয়েছে। বুস্টার ডোজ দেওয়া হয়েছে কোমরবিডিটি রোগী ও স্বাস্থ্যকর্মীদেরও।