এই নিয়ে টানা আটচল্লিশ ঘণ্টা। রাজ্যের করোনার দৈনিক গ্রাফ থামল তিন হাজারের নীচে। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিনে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। যা শনিবারের তুলনায় খানিকটা কম। এমনকী মৃত্য়ু সংখ্য়াতেও এক কমেছে। একদিনে রাজ্য়ে মারা গিয়েছেন পাঁচ জন। শনিবার এই সংখ্য়া ছিল ছয়। রাজ্য়ে সক্রিয় রোগীর সংখ্য়া এদিনও বেড়েছে।
গত কয়েকদিন ধরেই দেশের করোনায় শীর্ষে পশ্চিমবঙ্গ। যা ভীষণ ভাবে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। বিশেষ ভাবে, এই বর্ষায় জেলা গুলিতে করোনার প্রভাব এবার বেশি লক্ষ করা যাচ্ছে। রবিবারও জেলাওয়াড়ি তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত ৫৮১ জন। দ্বিতীয় স্থানে আছে কলকাতা। শহরে একদিনে করোনা আক্রান্ত ৪৮৭ জন।
রবিবার করোনার টিকাকরণ ২০০ কোটির মাইলফলক পার করেছে ভারত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাংলার প্রশাসনের চিন্তা ক্রমশই বাড়ছে। কারণ, গত কয়েকদিনের হিসাব বলছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, কর্নাটকের থেকে অনেকটাই উপরে থাকছে বাংলার কোভিড গ্রাফ।