ফের নিম্নমুখী কোভিড গ্রাফ। একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে, বাংলার কোভিড সংক্রমণ। রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১৪৪৯ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। রাজ্যে দৈনিক মৃত্যুর হার ১.০৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিডে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৩৮৮ জন। দ্বিতীয় স্থানে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৩ জন। তৃতীয় স্থানে আছে বীরভূম। আক্রান্ত হয়েছে ১১৬ জন। হুগলী, পূর্ব-পশ্চিম বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কম। আক্রান্তের সংখ্যা ১০০-এর নিচে। ৫০-এর নিচে দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হাওড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ। কোভিডে পিছিয়ে আছে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম ও কালিম্পিং।
আরও পড়ুন: ওয়াটার পিউরিফায়ার থেকে জল ভরতে গিয়ে বিপত্তি, হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রী
সংক্রমণ কমলেও রাজ্যে মৃত্যুর বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে। রবিবার কোভিডে মৃত্যু হয় ৫ জনের। কোভিড নিয়ে সতর্ক করেছে প্রশাসনও। সোমবার গড়িয়াহাটে ঘুরে ঘুরে প্রচার করেন পুলিশকর্মীরা। মাস্কহীন পথচলতিদেরও সতর্ক করে প্রশাসন। কোভিড সংক্রমণ যাতে না বাড়ে, তার জন্য মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাস্তাঘাটে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।