রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ২৪৮৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩১২৪ জন। দৈনিক সংক্রমণের হার ১৬.২৪ শতাংশ।
রাজ্যে ফের বাড়ছে কোভিড Covid 19 Update)। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে অনেকটাই শীর্ষে বাংলা। তাই কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন, ৩,১২৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। হোম আইসোলেশনে আছেন ২৭,১৪৬ জন। হাসপাতালে আছেন ৬০৯ জন। ফের সেফ হোম খুলে দিয়েছে রাজ্য।
আরও পড়ুন: মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, পাল্টা প্রতিক্রিয়া সুকান্ত ও সুজনের
এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ১০৩ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৬২ লক্ষ ৩৪ হাজার ৩৮৪ জন।