রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হয়েছেন ২২৩৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Covid 19 Cases) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১৪.৪১ শতাংশ।
ফের রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। রাজ্যজুড়েই চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ২১,৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩,২৫৮ জন। নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ১৫,৫২০ জন।
আরও পড়ুন: পাঁচ মাসে দেশে করোনার দৈনিক সংক্রমণ সর্বোচ্চ, গত ২৪ ঘণ্টায় মৃত ৬০
রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ২৬,০৫৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৩ লক্ষ ২ হাজার ৩৭৭ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৬৫ লক্ষ ১৩ হাজার ৭৭৭ জন।