পুজোর আগে রাজ্যে বাড়ছে ডেঙ্গি। এবার অনেকটা বাড়ল কোভিড সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন, ৩৬৪ জন। রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ৪.৬০ শতাংশ।
রাজ্যে দীর্ঘদিন ধরেই কমছে কোভিড সংক্রমণ। তবে শুক্রবার পুজোর আগের সপ্তাহে কোভিড কিছুটা বাড়ায় সতর্ক প্রশাসন। ডেঙ্গি প্রতিরোধের পাশাপাশি কোভিডবিধিও মানতে বলেছে রাজ্যের প্রশাসন। বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ২,৭২১ জন। হাসপাতালে ভর্তি আছেন ১১৪ জন।
গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৪১,৯৫৯ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ১ কোটি ৪৯ লক্ষ ১৪ হাজার ৪৭৩ জন।