রাজ্যে ফের লাফ দিয়ে বাড়ল কোভিড সংক্রমণ (Covid 19 Infection)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৫৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণের (Daily Infection Ratio) হার ৯.৯২ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৬ হাজার ৪৭৭ জন। মৃত্যুর সংখ্যা ২১,২১৬। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৭৫ জন। রাজ্যে নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ৯,৬২০ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ৪,৫৬৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৯৪ জন।
আরও পড়ুন: 'বিজেপি ওয়াশিং মেশিন', রাজভবন থেকে বেরিয়েই শুভেন্দু প্রসঙ্গে সোচ্চার কুণাল
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ১ হাজার ২১৭ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩৬ লক্ষ ১৭ হাজার ৩০৭ জন।