রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid 19 Infection)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৫২৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ১। দৈনিক সংক্রমণের (Daily Infection Ratio) হার ১২.৮৯ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৯ হাজার ৪২৫ জন। মৃত্যুর সংখ্যা ২১,২১৯। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৭৫ জন। রাজ্যে নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ১১,৮২৭ জন। সুস্থতার হার কমে হয়েছে ৯৮.৬১ শতাংশ। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ৬,৬৯১ জন। হাসপাতালে ভর্তি আছেন ৩০৩ জন।
আরও পড়ুন- WHO on Covid: ফের বাড়ছে কোভিড, দুনিয়াজুড়ে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৮৬ হাজার ৫২৭ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩৭ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন।