রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২০৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২২০ জন। রাজ্যে বর্তমানে দৈনিক সংক্রমণের হার, ২.৫২ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ২১,৪৮১ জন। মোট আক্রান্তের সংখ্য ২১ লক্ষ ৮,৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৮,০৮৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১৮২৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ৮২ জন। পুজোর ভিড়েও যতটা সম্ভব কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: টিটাগড় গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা তৃণমূলের শীর্ষ নেতাদের
গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৭১ হাজার ৩৮২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ১৪ কোটি ৪ লক্ষ ৯৯৬ জন।