ক্রমশ কমছে রাজ্যের করোনা গ্রাফ (Covid Graph)। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ (Covid Positive) ২১৫ জন, শনিবার যা ছিল ২৩৬। একদিনে করোনার বলি রাজ্যের ৩ জন। দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা জেলা। একদিনে কোভিড পজিটিভ ৪৩ জন। তারপরই রয়েছে কলকাতা, এখানে ৩৯ জন করোনা সংক্রমিত হয়েছেন একদিনে।
রাজ্যে কমেছে পজিটিভিটি রেট, অ্যাকটিভ কেস।
গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus)কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ২২০ জন। অ্যাকটিভ কেস এই মুহূর্তে ১৯৪৪। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৭,৪১১। তার মধ্যে ০.৭৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। শনিবারের তুলনায় তা খানিকটা কম।