সারা দেশেই করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সামান্য চিন্তায় রাখছে দৈনিক মৃত্যুর সংখ্যা। বাংলার করোনা পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। কারণ টানা তিনদিন ধরে রাজ্যে করোনায় একটিও প্রাণ যায়নি।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ৫৯। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭২ জন। ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৮০ জন।
এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ১৩৭ জন মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.২৩ শতাংশে।