রাজ্যে কোভিড গ্রাফে (Bengal Covid Graph) ওঠা-নামা অব্যাহত । তবে পরপর দু'দিনই রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী থাকার পর ফের ঊর্ধমুখী । বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Covid-19 Cases) হয়েছেন ৫৯৮ জন, বুধবার সঙ্খ্যাটা ছিল ৫১৯ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের । তবে দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ৫.০২ শতাংশ ।
CPM reacts on Anubrata arrest: অনুব্রতর গ্রেফতারিতে বাতাসা-নকুলদানা বিলি বামেদের, ঢ্যাঁড়া নিয়ে মিছিল
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮০২ জন, এই সংখ্যাও গতকালের তুলনায় কম । এই নিয়ে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৭৩ হাজার ২২৩ জন। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। বাংলায় এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৪১৪ জন।
বাংলার মতোই সারা দেশেও উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের ঊর্ধমুখী গ্রাফ। নতুন করে চিন্তায় ফেলছে দিল্লি-মুম্বইয়ের পরিসংখ্যান।