গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নামল ১০০-র নিচে। একদিনে সংক্রমিত ৯০ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। এর আগে পরপর দু'দিন মৃত্যু শুন্য ছিল বাংলা। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তের তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ১৮ জন। দ্বিতীয় স্থানে কলকাতার (Kolkata)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪ জন।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫,৮৬২। গত ২৪ ঘণ্টায়ও কলকাতায় করোনার বলি ২ জন।