রাজ্যে (West Bengal) নতুন করে কোভিড আক্রান্ত (Covid 19) হলেন ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৭৪৩৩। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
কলকাতায় (Kolkata) গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০৪ জন। মৃত্যু হয়েছে একজনের। শহরে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৫৫ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে কোভিড আক্রান্ত হলেন ৭৭ জন। মৃত্যু হয়েছে তিনজনের। হুগলী ও পশ্চিম মেদিনীপুরে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন যথাক্রমে তিনজন ও দুজন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ১৭,৪০৪ জন। ভ্যাকসিন নিয়েছেন ৩২,৮৫৯ জন।