রাজ্যে (West Bengal) সামান্য কমেছে কোভিড সংক্রমণ (Covid Affection)। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত(Covid death) হয়ে কোনও মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ২.৪২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
দেশজুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড(West Bengal Covid Update)। একই সঙ্গে রাজ্যেও ফের বাড়ছে কোভিডের প্রকোপ। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মানতে বলা হয়েছে কোভিডবিধি (Covid Restrictions in West Bengal)। ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা(Covid Test) করিয়েছেন ১১, ৯১৭ জন।
আরও পড়ুন- India Covid Update : দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৩,২১৬, মৃত ২৩