রাজ্যে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হলেন ৬৯৮০ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজ্যে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ১৮৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার (Positivity Rate) ৯.৫৩ শতাংশ।
রাজ্যজুড়েই দৈনিক সংক্রমণ (Covid Daily Cases) কমলেও মৃত্যুর হার চিন্তা বাড়াচ্ছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৯৭৩ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হলেন ৪৮৪ জন ও মৃত্যু ১ জনের। বীরভূমে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এদিকে হাওড়াতেও গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৬ জন। এই জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২২১।
আরও পড়ুন: দেশে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে আছে ওমিক্রন, দাবি কেন্দ্রীয় সংস্থার বুলেটিনে
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ৭৩,২১৪ জন। ভ্যাকসিন নিয়েছেন ৪ লক্ষ ৮৯ হাজার ৯২২ জন।