রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) ১৮ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর (Covid Deaths) সংখ্যা শূন্য। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৭ হাজার ৭৩৩। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২১, ২০০ জনের।
রাজ্যজুড়েই সংক্রমণ নিম্নমুখী। কিন্তু এখনও কোভিড বিধি (Covid Guidelines) মানার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে রাজ্যে সংক্রমণ কমলেও অন্য চিত্র দেখা গেল রাজধানী দিল্লিতে (Delhi Capital)। গত দুমাস ধরে সংক্রমণ নিম্নমুখী থাকলেও গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। রাজধানীর বুকে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২৯৯ জন। দিল্লিতে একদিনে প্রায় ৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে। দৈনিক সংক্রমণের হার ২.৪৯ শতাংশ। চলতি বছর জানুয়ারি মাসে কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২৮,৮৬৭। যা ছিল সর্বোচ্চ।
আরও পড়ুন: দেশে ফের হাজারের উপরে দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের টিকা নিয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত এই রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ২ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৪৩৩ জন।